• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

১২ দিন সংসার করে পামেলা পাচ্ছেন ১০৬ কোটি টাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ০৫:৪৮ পিএম
১২ দিন সংসার করে পামেলা পাচ্ছেন ১০৬ কোটি টাকা

২০২০ সালে বিয়ে করেছিলেন ‘ব্যাটমান’ ও ‘সুপারম্যান রিটার্নস’ খ্যাত কিংবদন্তী প্রযোজক জন পিটার্স ও হলিউডের ‘বেওয়াচ’ খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। যদিও তাদের সংসার টিকেছিল মাত্র ১২ দিন! যার পরেই হয়ে যায় বিচ্ছেদ।

তবে বিচ্ছেদ মানেই যে ভালবাসায় ইতি নয় সেই প্রমাণ দিলেন জন পিটার্স। নিজের উইলে প্রাক্তন স্ত্রী পামেলা অ্যান্ডারসনের জন্য রেখে যাচ্ছেন ১০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১০৬ কোটি!

জনের ভাষ্যমতে, “পামেলার টাকার দরকার থাকুক বা না থাকুক, এই টাকার অধিকার একমাত্র পামেলারই। আজীবনের বন্ধুত্ব, সঙ্গে নিখাদ ভালবাসা বিচ্ছেদের পরেও যে প্রাক্তনকে ভরিয়ে রাখা যায় তারই প্রমাণ দিয়েছেন জন পিটার্স।”

২০২০ সালের জানুয়ারি মাসে মালিবুতে বিয়ে সেরেছিলেন জন-পামেলা দম্পতি। সেই বছরই ১ ফেব্রুয়ারি বিচ্ছেদের জন্য আইনি পথে আবেদন জানান নবদম্পতি। সেসময় পামেলা ও জনের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি।

সেই আশির দশক থেকে পরিচয় পামেলা ও জনের। ১৯৮০ সালে প্রথম প্লেবয় ম্যানসনে পামেলাকে দেখেন জন পিটার্স। পামেলা তখন ১৯ বছরের এর কিশোরী। প্রথম দেখাতেই পামেলাকে মনে ধরেছিল জনের। তার পর কেটে যায় প্রায় ৩০ বছর। একে অপরের বন্ধু হিসেবে বিপদে-আপদে পাশে থেকেছেন পামেলা ও জন। তারপর হঠাৎ বিয়ের প্রস্তাব। জনের কাছে বিয়ের প্রস্তাব এসেছিল পামেলার তরফেই। মোবাইলে এসএমএস করে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ‘বার্ব ওয়্যার’, ‘স্ন্যাপড্র্যাগন’ খ্যাত হলিউড তারকা।

জন পিটার্স নিজে জানান, সেই সময় অন্য এক মহিলার বাগদত্তা ছিলেন তিনি, তবে পামেলার হাতছানি, সে কি আর উপেক্ষা করা যায়!

সূত্র: মেইল অনলাইন

Link copied!