চিত্রনায়িকা নিপুণ আক্তার একসময় চলচ্চিত্রে নিয়মিত কাজ করতেন। এখনো যে কাজ করেন না, তা নয়। নিপুণ অভিনীত সর্বশেষ ‘ভাগ্য’ সিনেমাটি মুক্তি পায় গত ৩ ফেব্রুয়ারি। এখন তিনি চলচ্চিত্রে অভিনয় নিয়ে আলোচনায় না থাকলেও সম্প্রতি শিল্পী সমিতির নেতৃত্ব নিয়ে হতে হচ্ছেন আলোচিত-সমালোচিত। মঙ্গলবার রাতে নিপুণ ফেসবুকে দুটি খোলামেলা ছবি শেয়ার করেন। এতে মন্তব্য করেন নায়ক ওমর সানী।
ফেসবুক ঘেঁটে দেখা যায়, নিপুণের ছবির নিচে মন্তব্যের ঘরে ওমর সানী লিখেছেন, ‘বুঝলাম না।’ নিপুণও পরে এ পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করেননি। সাধারণত দেখা যায়, চলচ্চিত্র তারকারা সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য করলে ইন্ডাস্ট্রির ভেতর থেকেই অনেক ধরনের মন্তব্য চলে আসে। তবে নিপুণের ছবি নিয়ে ওমর সানীর মন্তব্যের প্রতিক্রিয়া পুরোটাই অস্পষ্ট। তাই পুরো বিষয়টি ঢাকাই চলচ্চিত্র ভক্তদের কাছে রহস্যময় হয়েই রইল।
অনেকে মনে করেন বিষয়টি তাদের আলোচনায় আসার প্রচেষ্টা মাত্র। তবে সত্যিকারের চলচ্চিত্র ভক্তরা মনে করেন আলোচনায় আসতে হলে চলচ্চিত্রে কাজ দিয়েই তা সম্ভব। এর জন্য সোশ্যাল মিডিয়ার প্রয়োজন নেই।