• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

নতুন সিনেমার ঘোষণা ফারিণের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ০৭:৫৫ পিএম
নতুন সিনেমার ঘোষণা ফারিণের
তাসনিয়া ফারিণ। ছবি: ফেসবুক থেকে

তাসনিয়া ফারিণ। ছোট পর্দার প্রিয় মুখ । নাটকের পাশাপাশি ওয়েব ফিল্মেও দেখা যায় তাকে। এছাড়া সম্প্রতি দেশের সীমানা পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অভিনয়ের ডালপালা ছড়িয়েছেন এ অভিনেত্রী। এবার নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন ফারিণ।
জানা গেছে, সিনেমার নাম ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দার নির্মিত এ সিনেমায় ফারিণের সঙ্গে জুটি হিসেবে থাকছেন শরিফুল রাজ। এ সিনেমায় রাজ-ফারিণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা মোশাররফ করিম।

এদিকে জন্মদিনে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করেছেন এ অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’।

ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। এছাড়া কলকাতায় ‘আরও এক পৃথিবী’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। সিনেমাটির পরিচালক ছিলেন অতনু ঘোষ।

Link copied!