• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

‘দুষ্টু ছেলের দল’ গানের গীতিকার বিশু মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩, ০১:৪১ পিএম
‘দুষ্টু ছেলের দল’ গানের গীতিকার বিশু মারা গেছেন

‘যদি এই শীতে আমি মরে যাই, মনে রেখ আগামী শীতে, নতুন করে জন্ম নেব’- নিজের গানের কথার মতোই শীতেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন গীতিকার বিশু শিকদার। যিনি জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল জেমসের জন্য লিখেছেন অর্ধ শতাধিক গান।

সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নগর বাউল জেমস জানান, শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে নড়াইলের লোহাগড়ায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন বিশু। মৃত্যুর কারণ হিসেবে সেখানে উল্লেখ করা হয়, হার্ট অ্যাটাক।

বিশু শিকদার মূলত জেমসের জন্যই লিখতেন। এমনকি গীতিকবিতায় নগর বাউলের সহযোদ্ধাও ছিলেন তিনি। কারণ, জেমস ও বিশু যৌথভাবেও অনেক গান রচনা করেছেন। জেমসের প্রকাশিত সর্বশেষ গান ‘আই লাভ ইউ’-ও যৌথভাবে লিখেছেন বিশু।

জানা যায়, তাদের গীতিকবিতার সূত্রপাত হয় ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম থেকে। এরপর জেমসের সব ক’টি অ্যালবামের বেশিরভাগ গানই লেখা বিশু শিকদারের।  

তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ প্রভৃতি।

Link copied!