শেষ পর্যন্ত শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় ইধিকা পাল থাকছেন, তাকে যুক্ত করতে প্রযোজনা গুনতে হচ্ছে ২৮ লাখ ভারতীয় রুপি— প্রিন্স টিমের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম প্রকাশ করেছে খবরটি। ঢাকা মেইলও প্রাকাশ করেছে খবরটি।
খবরটি ছড়িয়ে যাওয়ার পরপরই মুখ খুলল ‘প্রিন্স’ সিনেমার প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। নিজেদের ফেসবুক পেজে একটি নোটিশ টাঙিয়েছে তারা।
ওই নোটিশে লেখা হয়েছে, ‘‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস প্রযোজিত ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমায় মেগাস্টার শাকিব খান ছাড়া অন্য আর্টিস্টদের নাম আমরা ঘোষণা করিনি। মৌখিকভাবে অনেকের সঙ্গে আলাপ-আলোচনা হলেও কারও সঙ্গে লিখিত চুক্তি হয়নি। তার আগেই চূড়ান্ত না হওয়া শিল্পী ও তাদের পারিশ্রমিক নিয়ে বেশ কিছু সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত নিউজ আমাদের নজরে এসেছে, যা ভিত্তিহীন।’’
এরপর লেখা হয়েছে, ‘‘একই সাথে বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানের জন্যেও বিব্রতকর। শিল্পী ও সিনেমা সম্পর্কিত সবকিছু আমরা অফিশিয়ালি জানাবো। শুরু থেকে ‘প্রিন্স’ সিনেমা নিয়ে সংবাদকর্মী থেকে দর্শকদের আগ্রহ ও সমর্থন আমাদের মুগ্ধ করেছে। আপনাদের প্রত্যাশা পূরণে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।’’
এর আগে সিনেমা টিমের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিল, প্রায় ২৮ লাখ ভারতীয় রুপিতে ইধিকার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তার মধ্যে ১৫ লাখ রুপি ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় নিতে চায় নির্মাতার দল।
‘প্রিন্স’ পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।








-20251028132147.jpg)



























