• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বিয়ে করছেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ১২:৩৬ পিএম
অভিনেতা চাষী আলম, ছবি: সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম। যাকে সবাই ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু ভাই নামেই জানে।

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে এ বিয়ের অনুষ্ঠান হবে। পাত্রীর নাম তুলতুল। তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন। এর আগে বৃহস্পতিবার পারিবারিক আয়োজনে ‘হাবু ভাই’এর গায়ে হলুদ সম্পন্ন হয়েছে।

হলুদ সন্ধ্যা প্রসঙ্গে চাষী আলম সংবাদমাধ্যমকে জানান, পারিবারিক পছন্দেই বিয়ে করছেন তিনি। বিয়ের পর হানিমুনে ইউরোপে যাওয়ারও ইচ্ছে রয়েছে তার। তবে তার আগে হাতে কিছু কাজ আছে, সেগুলো শেষ করেই হানিমুনে যাবেন। তিনি বলেন, “কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। আমাদের সকলেরই পছন্দ হয় মেয়েকে। এর পরেই বাড়িতে গায়ে হলুদের আয়োজন।”

‘তোমার রান্নার হাতটা একটু দেখবো’- কাজল আরেফিন অমির নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে হাবু ভাইয়ের এই সংলাপটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়াও ‘ফিমেল সিরিজে’ ‘কুত্তা মিজান ’ খ্যাত চাষী আলমের বিয়ে না হলেও বাস্তবে এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!