• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিবাহিত ছেলেরা ইনবক্সে বাজে মেসেজ দেয়: জায়েদ খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ১২:২১ পিএম
বিবাহিত ছেলেরা ইনবক্সে বাজে মেসেজ দেয়: জায়েদ খান
জায়েদ খান। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান বরাবরই আলোচনাতে থাকতে পছন্দ করেন। গণমাধ্যমে উদ্ভট কথাবার্তা বা সামাজিকমাধ্যমে বিভিন্ন ছবি পোস্ট করে আলোচনার শীর্ষস্থান ধরে রেখেছেন। এর আগে মেয়েদের নিয়ে অনেক মন্তব্য করলেও এবার বিবাহিত ছেলেদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ঢালিউডের এই অভিনেতা।

বেসরকারি এক টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে জায়েদ খান জানালেন, তার ইনবক্সে বিবাহিত ছেলেরা বাজে কথা বলেন। অনেকে গালিগালাজও করেন।

জায়েদ খান বলেন, “অনেক বিবাহিত মেয়েই তাদের মোবাইলে আমার ছবি রাখেন, আমাকে পছন্দ করেন। সেটাই হয়ত তাদের স্বামীরা পছন্দ করেন না। সেজন্য আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বাজে কথা বলে। গালিগালাজ করে।”

এসময় জায়েদ খান নিজের প্রসংশা করে বলেন, “আমার রাশির মনে হয় প্রভাব আছে। কন্যা রাশি আর সিংহ রাশির মিশ্রণ আমার। হয়তোবা এ কারণেই আমার প্রতি আকর্ষণটা বেশি বোধ করে কন্যারা। সে কারণেই মনে হয় আমার সবকিছুতে বেশি বেশি। তবে আপনি অবাক হয়ে যাবেন- এটা বলতেই হয়। ফেসবুকে কোনো মেয়ে আমার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেননি। মেয়েরা কখনো ইনবক্সে বাজে কথা বলেনি। অনেক ছেলেরা বলেছে।”

Link copied!