• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জন্মদিনে একাকিত্বে ভোগেন ববি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০৭:২৫ পিএম
জন্মদিনে একাকিত্বে ভোগেন ববি
ইয়ামিন হক ববি, ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দেখেশুনে চলচ্চিত্রে কাজ করেন তিনি। আজ শুক্রবার (১৮ আগস্ট) তার জন্মদিন। তবে, বিশেষ এই দিনটিতে একাকীত্বে ভোগেন বলে জানিয়েছেন ববি।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ববি জানান, ঢাকায় একাই থাকেন তিনি। মা ও বোনেরা থাকেন অস্ট্রেলিয়ায়। বিশেষ দিনটিতে পরিবারের কেউ তার পাশে নেই, ভাবতেই যেন মন খারাপ হয় তার। তাই রাখছেন না কোনো আয়োজন। তবে ইচ্ছে আছে ঢাকা কিংবা দেশের বাইরে উড়াল দেওয়ার, এমনটাই জানালেন তিনি।

ববি বলেন, ‘‘জন্মদিনের এই সময় খুব একা ফিল হয়। কারণ মা ও বোনেরা দেশের বাইরে। তাই আগামীকাল একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে।’’

সম্প্রতি ‘খোয়াব’ সিনেমার কাজ শেষ করেছেন ববি। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আদর আজাদ। সাহিত্যনির্ভর সিনেমাটিতে সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। অন্যদিকে মেকআপম্যানের চরিত্রে দেখা যাবে নায়ক আদর আজাদকে।

এ ছাড়া ববি অভিনীত নির্মাতা রাশিদ পলাশের পরিচালনায় ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। 

Link copied!