• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

আব্রামের মতো শেহজাদকেও সুন্দর মেমোরি দেবো: শাকিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ০১:২৭ পিএম
আব্রামের মতো শেহজাদকেও সুন্দর মেমোরি দেবো: শাকিব
শাকিব খান, ছবি: সংগৃহীত

দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দেশে ফিরে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দুই সন্তানদের নিয়ে কথা বলেন তিনি।

বিদেশের মাটিতে বাবা হিসাবে সন্তানের প্রতি ভালোবাসার চিত্র ভাইরাল হয়েছে, এ  বিষয়ে বলার কি আছে? এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, “আব্রাম-শেহজাদ দুই সন্তানের জন্য আমার সবসময় ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে। তাকেও একটা ভালো মেমোরি দেওয়ার চেস্টা করব, ইনশাল্লাহ।”

এসময় প্রিয়তমা সিনেমা প্রসঙ্গে ঢালিউড সুপারস্টার বলেন, “প্রিয়তমা এমন একটি সিনেমা হয়েছে যেটা শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীময় আমেরিকা, কানাডা, লন্ডন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে প্রিয়তমার যে জোয়ার বইছে, যে ভালোবাসা দেখাচ্ছে—সেটি বাংলা সিনেমার জন্য নতুন পথ উন্মোচন হলো। আমরা নতুন একটা অবস্থানের দিকে যাচ্ছি।”

শিগগিরই শাকিব খান প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করবেন বলে জানা গেছে।  

 

Link copied!