• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

লিওনার্দোকে ছাড়িয়ে গেলো থালাপাতি বিজয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৯:০৪ পিএম
লিওনার্দোকে ছাড়িয়ে গেলো থালাপাতি বিজয়
লিওনার্দো ডিক্যাপ্রিও ও থালাপাতি বিজয়। ছবি: সংগৃহীত

দক্ষিণি সুপারস্টার থালাপাতি বিজয়ের সিনেমা মানেই নতুন ঝড়। মুক্তির আগে শাহরুখের পাঠানকে টেক্কা দিয়েছিল থালাপাতি বিজয়ের নতুন সিনেমা ‘লিও’। এবার হলিউডের সিনেমাকেও হার মানিয়ে দিয়েছে ‘লিও’।

ভ্যারাইটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, লোকেশ কাঙ্গারাজ পরিচালিত ‘লিও’ এখন পর্যন্ত (চারদিনে) বিশ্বব্যাপী আয় করেছে সাড়ে ৪৮ মিলিয়ন ডলার অর্থাৎ ৫৩৪ কোটির বেশি। অন্যদিকে,হলিউডের মার্টিন স্কোরসেসের ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ এখন পর্যন্ত আয় করেছে ৪৪ মিলিয়ন ডলার অর্থাৎ ৪৮৫ কোটি।

‘লিও’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে। যদিও এ বিষয়ে এখনো জানা যায়নি। তবে মুক্তির পর সিনেমাটির ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

অন্যদিকে, ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ নির্মিত হয়েছে ডেভিড গ্র্যানের লেখা পুরস্কার বিজয়ী বই ‘কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অফ দ্য এফবিআই’-এর উপর ভিত্তি করে। এতে লিওনার্দো ডিক্যাপ্রিও ছাড়া আরও অভিনয় করেছেন লিলি গ্ল্যাডস্টোন, রবার্ট দে নিরো প্রমুখ।

এখন দেখার পালা আগামী দিনে বক্স অফিস কালেকশনে কতটা এগিয়ে থাকতে দক্ষিণি সিনেমা  ‘লিও’। 

Link copied!