• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ছায়ানটে সনজীদা খাতুনকে শেষ শ্রদ্ধা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৩:৫৮ পিএম
ছায়ানটে সনজীদা খাতুনকে শেষ শ্রদ্ধা
শেষবারের মতো ছায়ানটে সন্‌জীদা খাতুন। ছবি: সংগৃহীত

নিজের হাতে গড়া ছায়নটে সংগীতজ্ঞ সনজীদা খাতুনকে শেষ শ্রদ্ধা জানান সহকর্মীরা। বুধবার (২৬ মার্চ) দুপুরে শেষবারের মতো নেওয়া হলো তারই হাতে গড়া ছায়নটে। সেখানেই তার প্রতি জানানো হয় । মঙ্গলবার প্রয়াত হন দেশের এই অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

ছায়ানটের কর্মসূচি শেষে সর্বজনের শ্রদ্ধা নিবেদনের জন্য  দুপুর আড়াইটায় সন্‌জীদা খাতুনের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বিকেল ৪টা পর্যন্ত তাকে শেষ বিদায় জানাবেন সর্বস্তরের মানুষ। 

এদিকে মরহুমার দাফন কার্যক্রম নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার পুত্রবধূ এবং ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।

 তিনি বলেন, ‘সন্‌জীদা খাতুনের অনেক নাতি–নাতনি ও ঘনিষ্ঠ বহু আত্মীয় বিদেশে অবস্থান করছেন। তারা শেষবিদায় জানাতে আসবেন। সে কারণে দাফনের দিনক্ষণ পরে ঠিক করা হবে।

৪ এপ্রিল সন্‌জীদা খাতুনের ছিল জন্মদিন। বেঁচে থাকলে এবার তিনি ৯৩ বছরে পা রাখতেন। নিয়তির পরিহাস, জন্মদিনেই তার শোকসভা। ছায়ানটে স্মরণসভা করার পরিকল্পনা করেছে। তবে এখনো সময় চূড়ান্ত করা হয়নি।

সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুনের জন্ম ১৯৩৩ সালের ৪ এপ্রিল। তার বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক। মা সাজেদা খাতুন গৃহিণী। সন্‌জীদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু। দীর্ঘকাল অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!