• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

পেশার তাগিদে পুরুষদের আকর্ষণ করার জন্য আঁচল নামিয়ে শাড়ি পরে মেয়েরা, তুমি পরবে কেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ১১:৩১ এএম
পেশার তাগিদে পুরুষদের আকর্ষণ করার জন্য আঁচল নামিয়ে শাড়ি পরে মেয়েরা, তুমি পরবে কেন
অভিনেত্রী মমতা শঙ্কর। ছবি: ফেসবুক থেকে

মেয়েদের শাড়ি পরা নিয়ে বিস্ফোরক মন্তব্য বরেছেন কলকাতার বরেণ্য অভিনেত্রী মমতা শঙ্কর। অভিনয় থেকে ফ্যাশন, নানা দিক দিয়েই পথ দেখিয়েছেন পরবর্তী প্রজন্মকে। তবে বর্তমান সময়ের নারী ফ্যাশনে কিছু আপত্তি রয়েছে তার। বিশেষ করে র ক্ষেত্রে একটি বিষয়ের সাফ সমালোচনা করলেন তিনি।

মমতা শঙ্কর মনে করেন, পুরনো জিনিসের একটা আভিজাত্য আছে। নতুন প্রজন্মের শাড়ি-সাজ প্রসঙ্গে তার মন্তব্য, ‘আজকাল মেয়েরা যেভাবে শাড়ি পরে, তাদের আঁচল ঠিক থাকে না। ক্ষমা করবেন এটা বলছি, রাস্তার মেয়েরা ল্যাম্পপোস্টের নিচে যেভাবে দাঁড়িয়ে থাকে, সেভাবে এখনকার মেয়েরা শাড়ি পরে। তারা তো পেশার তাগিদে পুরুষদের আকর্ষণ করার জন্য ওভাবে শাড়ি পরে থাকেন। কিন্তু বাকি মেয়েরা বিনা কারণে সেটা কেন করছে?’

‘আগন্তুক’ অভিনেত্রী মনে করেন, নারীদের শালীনতার জায়গা রয়েছে। যেটা নিজেদের জন্যই বজায় রাখা শ্রেয়। মমতা বলেন, ‘মেয়েরা ওভাবে শাড়ি পরবে, তার পরে ছেলেরা কিছু বললে রেগে যায়। বলবে, মেয়েদের অসম্মান করা হচ্ছে। মেয়েদের একটা শালীনতার জায়গা আছে, যা দেখে ছেলেরা সম্মান করবে। আমাদের নিজেদের যদি এই মর্যাদা না থাকে, তা হলে ছেলেরা সম্মান করবে কীভাবে! আমি এর প্রতিবাদ করছি।’

বিপরীতে প্রশ্ন হতে পারে, পোশাকের ওপর তো সম্মান-অসম্মান নির্ভর করে না। তাহলে? মমতাশঙ্করের জবাব, ‘প্রথম দেখাতেই তো একটা ধারণা তৈরি হয়। আমি হয়তো খুব ভালো মেয়ে, কিন্তু শাড়িটা ওইভাবে আমি পরব কেন? নিজেকে ওভাবে দেখাতে যাবো কেন!’

আনন্দবাজার সূত্রে জানা গেলো, সদ্য দক্ষিণ কলকাতায় অনুষ্ঠিত হয়েছে প্রকৃতি ও নারীত্বের উদযাপন নামের এক সাংস্কৃতিক আয়োজন। সেখানেই কথাগুলো বলেছেন মমতাশঙ্কর। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, বাংলাদেশের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, বাচিকশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

Link copied!