• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘মানুষ’ নিয়ে বাংলাদেশে আসছেন জিৎ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ১১:০০ এএম
‘মানুষ’ নিয়ে বাংলাদেশে আসছেন জিৎ
ওপার বাংলার সুপারস্টার জিতের নতুন সিনেমা ‘মানুষ’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়। ছবি: সংগৃহীত

টালিউড সুপারস্টার জিৎ ওপার বাংলায় যেমন জনপ্রিয়, ঠিক তেমনি ঢালিউডেও রয়েছে তার যথেষ্ঠ সুনাম। এবার জিতের ‘মানুষ’ সিনেমায় প্রথমবারের মত নির্মাতা হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছে সঞ্জয় সমদ্দারের। গেল ২৪ নভেম্বর পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে এটি মুক্তি পায়। ভারতের সঙ্গে বাংলাদেশেও একই দিনে মুক্তির কথা থাকলেও সে সময় মুক্তি না পেলেও অবশেষে ১৫ ডিসেম্বর জিতের ‘মানুষ’ আসছে দেশের প্রেক্ষাগৃহে।

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। পরবর্তীতে সিনেমাটি আমদানি করছেন অনন্য মামুন। এ প্রসঙ্গে তিনি বলেন, “মন্ত্রণালয় থেকে ‘মানুষ’ সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছি আমরা। আজ সেন্সর বোর্ডে জমা দিয়েছি। সবকিছু ঠিক থাকলে শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে বাংলাদেশের দর্শক হলে বসে দেখতে পারবেন সিনেমাটি।”

‘মানুষ’ সিনেমায় জিতের বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!