• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

৩ দিনে ৪৫০ কোটি টাকা ছাড়িয়ে ‘জওয়ান’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০১:৪৭ পিএম
৩ দিনে ৪৫০ কোটি টাকা ছাড়িয়ে ‘জওয়ান’
‘জওয়ান’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতের সাড়ে ৫ হাজার ও বিশ্বের অন্যান্য দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত সিনেমা ‘জওয়ান’। মুক্তির পর থেকেই বলিউডের নতুন ইতিহাস গড়ে যাচ্ছে শাহরুখ খান অভিনীত অ্যাকশন ড্রামা ‘জওয়ান’।

বলি মুভি রিভিউজের তথ্যমতে প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করে ১২৯.৬ কোটি রুপি, দ্বিতীয় দিনে ১১০.৮২ কোটি রুপি, তৃতীয় দিনে ১২৪.৫৮ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৩৬৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪৬১ কোটি ৫৬ লাখ টাকার বেশি।

রোববার সারাদিনে ‘জওয়ান’-এর আয় আরও বেড়ে যাবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। এর আগে মুক্তির দিনেই  সিনেমাটি ভেঙে দিয়েছে হিন্দি সিনেমা ইতিহাসের সব রেকর্ড। সিনেমাটি  প্রথম দিনে ভারতে সমস্ত ভাষার মিলিয়ে মোট ৭৫ কোটি রুপি নেট উপার্জন করেছে। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা মুক্তির প্রথম দিনে ৫৫ কোটি রুপি আয় করেছিল। দক্ষিণি সিনেমা‘কেজিএফ-চ্যাপ্টার ২’-এর আয় ছিল ৫৩ কোটি ৯৫ লাখ রুপি।

জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটিতে অস্ত্র ব্যবসায়ী কালীর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি তারকা বিজয় সেতুপতি। একজন সৎ পুলিশ অফিসার নর্মদার চরিত্রে দেখা গেছে দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারাকে। সিনেমাটিতে বলিউড সুন্দরি দীপিকা পাডুকোন ক্যামিও করেছেন।

Link copied!