• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

১৬ টন টমেটো লেগেছিল যে গানের শুটিংয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ১২:৩৩ পিএম
১৬ টন টমেটো লেগেছিল যে গানের শুটিংয়ে

বলিউড সিনেমা মানেই ভিন্ন কিছু চমক। তবে সেই চমকের মধ্যে স্মরণীয় হয়ে থাকবে জয়া আখতার পরিচালিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমায় একটি গান। গানটির শুটিংয়ে ১৬ টন টমেটো লেগেছিল। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে।

সম্প্রতি মুক্তির এত বছর পরও এখনো যেন সিনেমাটিতে নতুনত্বের ছোঁয়া মেলে। সিনেমাটির ‘এক জুনুন’ গানে হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, ফারহান আখতার ও অভয় দেওল নাচে মেতেছিলেন। সে সময় টোমাটিনা ফেস্টিভ্যালের কারণে বেশ প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। জানা গেছে, গানটির শুটিংয়ে ১৬ টন টমেটো লেগেছিল।

এ প্রসঙ্গে সিনেমার প্রযোজক রিতেশ সিধওয়ানি বলেছিলেন, ‘‘উৎসবটিকে বাস্তবসম্মত দেখাতে সেই সময় প্রচুর টমেটো পর্তুগাল থেকে আমদানি করতে হয়েছিল তাদের। কারণ, স্পেনে টমেটো তখনো পাকেনি। ফলে পর্তুগাল থেকে ১৬ টন টমেটো আমদানি করতে হয়েছিল।’’ শুধু টমেটোর দাম এবং সেখানে আনতে প্রায় ১ কোটি টাকা খরচ হয়েছিল বলে জানা যায়।

গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জয়া আরও জানিয়েছিলেন, একই জায়গায় তিনি টোমাটিনা উৎসবের শুটিং করেছিলেন, যেখানে এটি আসলে ঘটেছিল। তাকে এটার জন্য বুনিওল শহরের জায়গাটি বুক করতে হয়েছিল।

 

 

 

Link copied!