শরীফুল রাজ ও পরীমনির দ্বন্দ্ব দিন দিন প্রকটই হচ্ছে। এই তারকা দম্পতি বিচ্ছেদের দিকেই হাঁটছেন। সোমবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চান।
পরীমনি বলেন, “আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিক। আমি আর তার বউ হিসেবে থাকতে চাই না। আমি রাজ্যের মা হিসেবে থাকতে চাই। এটাতেই আমি শান্তি পাই ও সম্মানিত বোধ করি।”
এদিকে সংসার নিয়ে আশাবাদী নন রাজও। এক সাক্ষাৎকারে তিনিও জানিয়েছেন, তাদের দাম্পত্য শেষ হয়ে গেছে।
বিয়ের পর থেকেই বিভিন্ন সময় নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে রাজ-পরীর সংসার। কিন্তু সম্প্রতি তিন নায়িকার সঙ্গে রাজের ভিডিও ভাইরালের পর তাদের সম্পর্কের বিষয়টি আবার প্রকাশ্যে আসে। তখন পরীমনি জানিয়েছিলেন, কেউ কেউ তাদের সংসার ভাঙতে চায়। রাজ অনেক দিন ধরেই পরীমনির সঙ্গে থাকছেন না।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরীমনি আরও জানান, রাজ তাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছেন।