• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

‘আমি তো কারও নাম বলিনি, আমার মনে হয়েছে তাই দিয়েছি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৮:৩৩ এএম
‘আমি তো কারও নাম বলিনি, আমার মনে হয়েছে তাই  দিয়েছি’
অনন্ত জলিল ও বাপ্পী চৌধুরী। ছবি: ফেসবুক থেকে

আলোচিত নায়ক বাপ্পী চৌধুরীর একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নেট দুনিয়া তোলপাড়। তিনি দুদিন আগে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘বর্তমানে কাক কে জোর করে ময়ূর সাজানোর অপচেষ্টা হচ্ছে। কারণ দিনশেষে কাক তো কাক ই থাকবে! শুধু সময়ের ব্যবধানে ময়ূর গুলো হারিয়ে যাবে।’

ঘটনার সুত্রপাত সেখান থেকেই। অনেকের ধারণা চলচ্চিত্রের আরেক নায়ক অনন্ত জলিলকে ইঙ্গিত করে পোস্টটি দিয়েছেন বাপ্পী। কারণ এরইমধ্যে অনন্ত জলিল চুক্তিবদ্ধ হয়েছেন কাজী আনোয়ার হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য জাজেজ ছবি ‘চিতা’য়। পাশাপাশি কদিন আগে শুটিং করেছেন ‘অপারেশন জ্যাকপট’ নামের একটি মুক্তিযুদ্ধের সিনেমায়। যে সিনেমাটি অভিনয় করার জন্য শুরুতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বাপ্পী চৌধুরী।

নিয়েছিলেন অগ্রীমও। কিন্তু শেষ মুহর্তে সিনেমাটি ছেড়ে দেন তিনি। যদিও খবর বেরোয় বাপ্পীকে বাদ দেয়া হয়েছে।
তাই দুই এ দুই চার মিলিয়ে সবাই ধারণা করেন বাপ্পীর পোস্টটি অনন্ত জলিলকে ঘিরে।

বাপ্পীর দাবি পোস্টটি দিয়েছেন নিজের মতো করেই। কাউকে ইঙ্গিত করে নয়। যদিও এরইমধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশ পায় বিষয়টি নিয়ে। এটি নিয়ে  সোমবার দুপুরে আরও একটি পোস্ট দেন বাপ্পী চৌধুরী। মিডিয়াকে ইঙ্গিত করে তিনি বলেন, মিডিয়ার বাইরেও আমি একজন মানুষ। আমার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর সেটা যে কোনো মাধ্যমে। একদিন আগে আমি আমার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেই। যেখানে আমি কারো কোন নাম ই নেই নি। এর পর আমি আমার পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পরি। হঠাৎ আজ লক্ষ্য করলাম, কয়েকটি মিডিয়া, আমার সঙ্গে কোনো প্রকার কথা না বলে, আমার স্ট্যাটাস কে নিজেদের মতো করে শিরোনাম দিয়ে, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে।

যা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আর যে মানুষটাকে আমার এই স্ট্যাটাসের সঙ্গে ছড়ানো হয়েছে, তিনি আমাদের সিনেমা অঙ্গনের সম্মানিত একজন ব্যক্তি। আর আমি মনে করি, এই নিউজের ফলে আমাদের দুইজনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।’
বিষয়টি নিয়ে বাপ্পী চৌধুরী বলেন, ‘আমি তো কারও নাম বলিনি। আমার মনে হয়েছে তাই দিয়েছি। মানুষ কমেন্ট করে তাহলে তো কিছু করার নেই। কিন্তু একটা নিউজ পেপার যদি নিউজ করে সেটা কতটা দায়িত্বশীলতা হলো। আর তিনি মাসুদ রানা করছেন, অপারেশন জ্যাপকট করছেন এটা তো ভালো। এটা তার প্রাপ্য।’

অনন্ত জলিলের অপারেশন জ্যাকপটে অভিনয় ও চিতা সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বাপ্পী বলেন, ‘আমি অনন্ত জলিলকে নিয়ে বলার কেউ না। এটা ওনার প্রাপ্য। তাই করছেন। তাই আমার এটা নিয়ে কোনো অবজারবেশন নেই। আর আমি করিনি, কারণ আমার সঙ্গে জ্যাকপট টিমের কথা ও কাজের মিল হয়নি। তাই করিনি। ছেড়ে দিয়েছি।’

অপারেশন জ্যাকপটের চরিত্র ও চিতার মাসুদ রানার জন্য অনন্ত জলিল উপযুক্ত কিনা জানতে চাইলে বাপ্পী বলেন, ‘সরি, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি হয়তো দর্শক হিসেবে মন্তব্য করতে পারি। কিন্তু আমি হিরো, আমার কথা কাউন্টএবল। তাই করবো না। দেখেন আমি কাকের কথা বলেছি, ওনার নাম নিয়ে নিউজ হয়ে গেলো। তো আমি কিন্তু কাউন্টএবল।’

Link copied!