• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

আরবের সিনেমায় ঐতিহাসিক ঘটনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ১২:৩৪ পিএম
আরবের সিনেমায় ঐতিহাসিক ঘটনা
দ্য সেভেন ডগস’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি অঙ্গনে একের পর এক চমক দেখাচ্ছে সৌদি আরব। এবার দেশের সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা নির্মাণের কাজ শুরু করলো সৌদি আরব। সিনেমার নাম ‘দ্য সেভেন ডগস’।

সিনেমাটিকে বলা হচ্ছে, আরবি ভাষায় নির্মিত সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র! এর শুটিং শুরু হয়েছে রিয়াদে। এটিকে আরবের চলচ্চিত্র জগতে ‘নতুন অধ্যায়ের সূচনা’ বলছেন সংশ্লিষ্টরা।

‘দ্য সেভেন ডগস’-এ মুখ্য ভূমিকায় থাকছেন মিশরীয় সিনেমার দুই সুপারস্টার করিম আবদেল আজিজ এবং আহমেদ এজ। এটি নির্মাণ করছেন হলিউডের সুপারহিট সিনেমা ‘ব্যাড বয়েজ ফর লাইফ’ বানিয়ে খ্যাতি পাওয়া দুই নির্মাতা আদিল এল আরবি এবং বিলাল ফালাহ।

ব্যয়বহুল এই সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৪০ মিলিয়ন ডলারের বেশী। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচশো কোটি! ‘দ্য সেভেন ডগস’-এর মূল গল্প লিখেছেন তুর্কি আল-শেখ, যিনি সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি-এর চেয়ারম্যান; এবং এর চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ এল-দাব্বাহ।

সিনেমাটি নিয়ে তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি লেখেন,“আজ আমার ক্যারিয়ারের এবং আমার দেশের সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ‘দ্য সেভেন ডগস’-এর শুটিং আজ থেকে শুরু হলো।”

সিনেমার কাহিনী কী নিয়ে সে বিষয়ে টুঁ শব্দটি করেননি কেউ। তবে তারকা অভিনেতা, দক্ষ নির্মাতা এবং বিপুল বাজেটের কারণে ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। –স্ক্রিন নাউ

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!