অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান শুধু সুরের জাদুকর নন, তিনি গভীরভাবে আধ্যাত্মিক একজন মানুষও। পেশাগত ব্যস্ততার মাঝেও তিনি প্রায়ই নিজের বিশ্বাস, ধর্ম ও জীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান জানিয়েছেন, তাঁর জীবনে ধর্মীয় পরিবর্তনের সূচনা হয়েছিল বাবার মৃত্যুর পরই।
রহমান বলেন, “আমার জীবনে বড় পরিবর্তন আসে বাবার মৃত্যুর পর। তখন আমি গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে ছিলাম। আমি ও আমার পরিবার এক হিন্দু জ্যোতিষীর কাছে গিয়েছিলাম। তাঁর পরামর্শেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি।”
তিনি জানান, তখনই নাম পরিবর্তনের প্রস্তাব পান তিনি।
“আমাকে দুটি নাম দেওয়া হয়েছিল—আবদুল রহমান ও আবদুল রহিম। আমি আগের নাম ‘দিলীপ কুমার’ নিয়ে তেমন স্বাচ্ছন্দ্যবোধ করতাম না। পরে আমার মা বললেন, আল্লাহর আশ্রয় অর্থে ‘আল্লারাখা রহমান’ নামটি রাখি। আমি নামটি পছন্দ করেছিলাম, কারণ এর মানেই ছিল ঈশ্বরের দ্বারা সুরক্ষিত।”
এই সময় থেকেই সংগীত জগতে শুরু হয় তাঁর নতুন অধ্যায়—‘দিলীপ কুমার’ থেকে হয়ে ওঠেন আল্লারাখা রহমান, সংক্ষেপে এ আর রহমান।
বর্তমানে এই বিশ্বখ্যাত শিল্পী ব্যস্ত আছেন তাঁর আসন্ন বারাণসীর লাইভ কনসার্ট প্রস্তুতি নিয়ে। শহরটির প্রতি তাঁর গভীর আগ্রহের কথা জানিয়ে রহমান বলেন, “বারাণসী এমন এক শহর যার প্রতিটি কোণেই ইতিহাসের গল্প লুকিয়ে আছে। আগেও এখানে পারফর্ম করার সুযোগ হাতছাড়া হয়েছিল, এবার সেটি আর হতে দিতে চাই না।”
দীর্ঘ ক্যারিয়ারে এ আর রহমান বিশ্বজুড়ে পরিচিত হয়েছেন ভারতীয় সংগীতের আধুনিক রূপকার হিসেবে। তবে তাঁর ভাষায়, “সঙ্গীত যেমন আমার আত্মা, তেমনি ঈশ্বরের প্রতি বিশ্বাসই আমাকে টিকিয়ে রেখেছে এই পথচলায়।”