দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ককে পরিণয়ে রূপ দেন। সময়ের হিসেবে বিবাহিত জীবনের আট মাস পার করেছেন এই তারকা দম্পতি। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে বিয়ের পরের জীবন, পরিবর্তন ও সুখের অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলেছেন মেহজাবীন।
উপস্থাপক যখন হাসতে হাসতে তাকে প্রশ্ন করেন—‘বিবাহিত জীবনের ২৩৪ দিন কেমন কাটল?’—তখন মেহজাবীনও হেসে বলেন, “এটা কে গুনেছে বসে বসে?” তবে ভক্তদের কাছ থেকে এমন তথ্য এসেছে জেনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমার বিবাহিত জীবন খুব সুন্দরভাবে কাটছে, আমি অনেক খুশি।”
তার ভাষায়, “বিয়ের পর আমার জীবনে তেমন কোনো বড় পরিবর্তন আসেনি, শুধু থাকার জায়গাটা বদলেছে। আমি এখনও আগের মতোই কাজ করছি, ঘুরছি, নিজের মতো জীবন উপভোগ করছি। আদনান আগেও আমার ভালো বন্ধু ছিল, এখনো আছে। আমাদের বন্ধুত্বটাই সম্পর্ককে আরও সুন্দর করে রেখেছে।”
তবে একটি বড় পার্থক্যের কথা জানালেন তিনি—জীবন এখন আগের চেয়ে অনেক সহজ মনে হয়। মেহজাবীন বলেন, “আগে কোনো কিছুতে সাহায্য লাগলে শুধু আমার পরিবারকে বলতাম। এখন আমার পাশে আরও অনেকে আছে, পরিবারের পরিধিটা বেড়ে গেছে। সবাই অনেক ভালোবাসে ও সাপোর্ট করে। আমি সত্যিই নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি।”
সাক্ষাৎকারে উপস্থাপক যখন বলেন, “আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব সুখী একজন মানুষ”, তখন হাসিমুখে মেহজাবীন জবাব দেন, “হ্যাঁ, অনেকে এটাই বলেন। একদিন এক ভক্ত আমাকে বলেছিলেন, মেয়েরা বিয়ের পর সুখী কিনা সেটা তাদের মুখেই বোঝা যায়। উনি আমাকে দেখে বলেছিলেন, ‘তুমি নিশ্চয়ই অনেক হ্যাপি।’ সত্যিই আমি খুব সুখী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।”
































