• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

অবশেষে মঞ্চে সাবিনা ইয়াসমিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ০৭:৪০ পিএম
অবশেষে মঞ্চে সাবিনা ইয়াসমিন
সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

অবশেষে মঞ্চে ফিরছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গান গাইবেন এ শিল্পী। অনুষ্ঠানটির নাম ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে পরদিন শনিবারও একই মঞ্চে গাইবেন এই বরেণ্য শিল্পী।

এদিকে আগামী ১৮ই ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এ শিল্পী। ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় চিকিৎসাতেও ছিলেন সাবিনা।

এ শিল্পী বলেন, এতটা সময় পর মঞ্চে উঠেছি। খুবই ভালো লাগছে। নিজের পছন্দের গানগুলোর পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও গাওয়ার চেষ্টা করবো। এদিকে সাবিনা ইয়াসমিন এ অনুষ্ঠান করার আগে মহড়াতেও অংশ নিয়েছেন। নিয়েছেন নিজেকে ঝালিয়ে। সাবিনা বলেন, ৬০ বছর গান নিয়েই আছি। গানেই আমার যত আনন্দ। সেই আনন্দের জায়গায় ফেরার অনুভূতি অন্য রকম। এ আয়োজনে সাবিনা ইয়াসমিনের গানের সঙ্গে যন্ত্রে সঙ্গত করবেন মনিরুজ্জামান, ফুয়াদ নাসের বাবু, মনোয়ার হোসেন, চন্দন দত্ত, উজ্জ্বল সিনহার মতো ১৬ বাদ্যযন্ত্রী। কয়েকদিন ধরেই বনানীর একটি স্টুডিওতে যন্ত্রীদের নিয়ে মহড়া দিচ্ছেন শিল্পী। অর্কেস্ট্রার সঙ্গে লাইভ পরিবেশনা শ্রোতাদের জন্য বাড়তি পাওয়া হবে এদিন। এদিকে অসুস্থতার কারণে দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন সাবিনা ইয়াসমিন। ক্যান্সারের চিকিৎসার পর নিয়মিত ফলোআপে সিঙ্গাপুর যেতে হয়েছে। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন।

এখন শারীরিক অবস্থার বিষয়ে সাবিনা বলেন, আলহামদুলিল্লাহ্‌, এখন পুরোপুরি সুস্থ আছি। আল্লাহ্‌র রহমত, সবার দোয়া আর মনের জোর ছিল বলেই এ অবস্থা কাটিয়ে উঠতে পেরেছি।

Link copied!