• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

রাতের আঁধারে কম্বল হাতে দুয়ারে দুয়ারে ফেরদৌস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৬:৩৩ পিএম
রাতের আঁধারে কম্বল হাতে দুয়ারে দুয়ারে ফেরদৌস
কম্বল হাতে ফেরদৌস আহমেদ। ছবি সংগৃহীত।

রাতের আঁধারে কম্বল হাতে নিয়ে খেটে খাওয়া মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কম্বল দিলেন চিত্রনায়ক ও ঢাকা ১০ আসনের এমপি ফেরদৌস আহমেদ। নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে জনকল্যাণে কাজ শুরু করেছেন ইতোমধ্যে। 

সোমবার (১৫ জানুয়ারি) ইয়াংস্টার-এর উদ্যোগে ৫ দিন ব্যাপি ৫ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
ফেরদৌসের হাত দিয়ে এই উদ্যোগটির সূচনা হয়। ইয়াং স্টার গ্রুপের প্রধান বিশাল এই উদ্যোগটি গ্রহণ করেন।

এ সময় ফেরদৌস বলেন, ‘বেশ কয়েক দিন ধরে তীব্র শীত পড়ছে। এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায় না। আমরা এখানে এসেছি পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। সবাইকে বলব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে।’

নির্বাচনে বিজয়ী হয়েই ৮ জানুয়ারি নিজের পোস্টার নিজেই অপসারণ করেন ফেরদৌস। এছাড়াও ককটেল বিস্ফোরণে আহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়েছেন তিনি । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় এই চিত্র নায়ক।

Link copied!