• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

আওয়ামী লীগ নিয়ে পোস্ট দেওয়া রিচির নামে ফেসবুক পেজটি ভুয়া: স্পষ্ট করলেন অভিনেত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৬:০৪ পিএম
আওয়ামী লীগ নিয়ে পোস্ট দেওয়া রিচির নামে ফেসবুক পেজটি ভুয়া: স্পষ্ট করলেন অভিনেত্রী

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রিচি সোলায়মানের নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়মিত রাজনৈতিক পোস্ট দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে বিভ্রান্ত হচ্ছেন অনেক নেটিজেন। তবে বুধবার (১২ নভেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে রিচি স্পষ্ট জানিয়েছেন—ওই পেজটি তার নয়, এবং তিনি কখনোই সামাজিক মাধ্যমে রাজনৈতিক পোস্ট দেন না।

নিজের বার্তায় রিচি লিখেছেন, “আমি রিচি সোলায়মান, একজন অভিনেত্রী। দেশপ্রেম ও রাজনৈতিক সচেতনতা দুটোই আমার আছে, তবে রাজনীতি আমার পেশা নয়। আমি কখনোই কোনো রাজনৈতিক পোস্ট দিই না বা আলোচনা করি না।”

তিনি আরও জানান, সামাজিক মাধ্যমে তার নাম ও ছবি ব্যবহার করে কিছু ‘অখ্যাত পেজ ও তথাকথিত সংবাদমাধ্যম’ রাজনৈতিক বক্তব্য ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করছে। এ বিষয়ে তিনি বলেন,

“এসব আমার বক্তব্য নয়। আমার নাম-ছবি ব্যবহার করে এমন হীন কাজের আমি তীব্র নিন্দা জানাই।”

গত কয়েক সপ্তাহ ধরে রিচির ছবি ব্যবহার করে একটি পেজ থেকে রাজনৈতিক পোস্ট, মন্তব্য ও বিতর্কিত ভিডিও প্রচার করা হচ্ছে। ওই পেজটির রিচ ও এনগেজমেন্ট উল্লেখযোগ্যভাবে বেশি, ফলে অনেকেই সেটিকে রিচির অফিসিয়াল অ্যাকাউন্ট বলে মনে করছেন।

বাংলাদেশের টেলিভিশন নাটকে এক সময়ের ব্যস্ত ও জনপ্রিয় মুখ রিচি সোলায়মান অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্ম। পরবর্তীতে সংসার ও সন্তানদের কারণে অভিনয়ে কিছুটা বিরতি নেন।

তার স্বামী রাশেক মালিক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন ডিটেকটিভ। কিছু বছর আগে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বর্তমানে রিচি দুই সন্তানকে নিয়ে ঢাকাতেই আছেন। নিজের সন্তানদের বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতিতে বেড়ে ওঠার ইচ্ছায় তিনি দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

রিচি ভক্ত ও সাধারণ অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার অফিসিয়াল অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো পেজ বা আইডিতে আমার নামে রাজনৈতিক বা বিতর্কিত কোনো পোস্ট দেখলে সেটি যেন কেউ বিশ্বাস না করেন।”

Link copied!