ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৩:৫২ পিএম
ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন যারা
ডনের হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। ছবি : সংবাদ প্রকাশ

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্র্যাব) ‘করপোরেট শিল্পী’ হিসাবে ভূষিত হয়েছেন এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

জনপ্রিয় এ ক্রীড়া সংগঠক ওয়ালটনের মাধ্যমে দেশের অবহেলিত ফেডারেশনগুলোকে পৃষ্ঠপোষকতা করে নিজেকে ও নিজ প্রতিষ্ঠানকে যেমন অনন্য উচ্চতায় নিয়ে গেছেন; তেমনি গানের ভুবনে পা রেখে একের পর এক সাফল্যের পদচিহ্ন এঁকে চলেছেন।

সংগীতে অসামান্য অবদানস্বরূপ ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত হন ডন। এর মাধ্যমে নামের পাশে সাফল্যের আরও একটি পালক যুক্ত হলো।  

শনিবার (৮ ফেব্রুয়ারি) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ ২৬তম ট্র্যাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ডনের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কন্ঠের সম্পাদক বিশিষ্ট কবি, সাংবাদিক হাসান হাফিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা প্রফেসর ড: সুকোমল বড়ুয়া, বিএনপির কালচারাল সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, ব্রাইট গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মাসুদ হাসান লিটন, এটিএন বাংলার উপদেস্টা তাশিক আহমেদ, প্রফেসর হাসিনা বেগম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক খুরশীদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাবের সভাপতি কাদের মনসুর ও সাংগঠনিক সম্পাদক সুমন চোধুরীসহ সকল সদস্যরা।

এবারের ট্র‍্যাব অ্যাওয়ার্ড ২০২৫ এ চলচ্চিত্রে আজীবন সম্মাননা পেয়েছেন আনোয়া বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও মিশা সওদাগর। এছাড়া চিত্রনায়ক, ইমন, রোশান, সজল,খায়রুল বাসার, নিহা, প্রভা, কুসুম, সংগীতে ইথুন বাবু, এফ এ সুমন মৌসুমীসহ আরো অনেকে ট্র‍্যাব অ্যাওয়ার্ড গ্রহন করেন।

১৯৯৫ সালে একঝাঁক তরুণ সাংবাদিকের সমন্বয়ে গঠিত টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে সুস্থ সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জাতীয় সংস্কৃতির বিকাশ ও সমৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পেশার ক্ষেত্রে মানবিকতা, ন্যায় পরায়ণতা এবং কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এবারের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!