‘ডন ৩’ নিয়ে আবার পর্দায় ফিরছেন শাহরুখ খান। তবে এর দিনক্ষণ জানাতে পারেননি নির্মাতা ও প্রযোজক কেউই।
প্রযোজক রিতেশ বিটাউনের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, নির্মাতা ফারহান আখতার ‘ডন ৩’ চিত্রনাট্য লেখা প্রায় শেষ করে ফেলেছেন। এবারও শাহরুখই থাকছেন প্রধান চরিত্রে। অবশ্য দর্শকরা তিন নম্বর পার্টে অমিতাভ বচ্চন এবং শাহরুখকে একসঙ্গে দেখতে চেয়েছেন। সেটি আদৌ সম্ভব হবে কি না এই প্রশ্নের উত্তরসহ অনেক কিছুই অজানা।
রিতেশ বলেন, “শুধু স্ক্রিপ্ট লেখা শেষ হলেই, বাকিটা ভেবে চিন্তে শুরু করা যাবে। ফারহান এখনো স্ক্রিপ্ট লিখতে ব্যস্ত। আমরা সকলেই খুব উদগ্রীব ‘ডন’ হিসেবে শাহরুখকে দেখার জন্য। ছবির প্লট প্রসঙ্গে জানি না, তবে আশা করছি দারুণ কিছু হবে।”
শাহরুখ এখন ব্যস্ত তার আগামী ছবির কাজে। ‘জওয়ান’ নিয়ে ভক্তদের উন্মাদনা চরমে। তারপর রাজু হিরানির ‘ডাংকি’ ছবি নিয়েও বলিউড বাদশাহের রয়েছে চূড়ান্ত ব্যস্ততা। এখন মাঝেমধ্যেই যশরাজের স্পাই থ্রিলারেও আসবেন তিনি।
অরিজিনাল ‘ডন’ মুক্তির ২৮ বছর পর ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে রিমেক বানায় এক্সেল প্রোডাকশন। আবার ২০১১ সালে এটির সিক্যুয়েল তৈরি হয়। সেই থেকেই আবার তিন নম্বর পার্টের অপেক্ষায় শাহরুখ ভক্তরা।


































