আদর্শ দম্পতি হিসেবে পরিচিত দিব্যার ঘরে বিচ্ছেদের গুঞ্জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ১১:১০ এএম
আদর্শ দম্পতি হিসেবে পরিচিত দিব্যার ঘরে বিচ্ছেদের গুঞ্জন

ভারতের শোবিজ অঙ্গনে আদর্শ দম্পতি হিসেবে পরিচিত দিব্যা খোসলা কুমার ও ভূষণ কুমারের বৈবাহিক জীবনে নাকি দেখা দিয়েছে গুরুতর টানাপোড়েন। বহুদিন ধরে চলা এমন গুঞ্জনের ঝড় আরও প্রখর হলো যখন দিব্যাকে সামনে বসেই এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হলো। আর সেখানেই তিনি দিলেন খোলামেলা জবাব, যা মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়েছে বলিউডে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বেশকিছু দিন ধরে গুঞ্জন উঠেছে, প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে ভেঙে যাচ্ছে ৩৮ বছরের দিব্যার সংসার। এ বিষয়ে সোশ্যাল মিডিয়া রেডিটে প্রশ্নোত্তর পর্বে দিব্যা খোসলা বলেন, ‘না, এমন কিছুই ঘটছে না। কিন্তু মিডিয়া খুব করে চায় এটি হোক।‘

বলিউডের ‘টক্সিসিটি’ নিয়ে প্রশ্ন করা হলে দিব্যা খোসলা বলেন, ‘বলিউড এমন একটি ইন্ডাস্ট্রি যার চারপাশে কুমির আছে। আপনি অনুভব করেন, এর মধ্য দিয়ে আপনি আপনার নিজের পথ খুঁজে নিচ্ছেন।‘

সততা ও স্বকীয়তার গুরুত্ব ব্যাখ্যা করে দিব্যা বলেন, ‘আমার মনে হয়, সবচেয়ে জরুরি বিষয় নিজের প্রতি সৎ থাকা। আমি কখনো কাজ পাওয়ার জন্য নিজের আত্মাকে বিক্রি করব না। কাজ যদি পাই তো ভালো, না পেলে তা-ও ঠিক আছে। আরও গুরুত্বপূর্ণ হলো—আপনি যখন ওপরে পৌঁছাবেন, তখন আপনার সঙ্গে যেন ভালো কর্মফল থাকে।’

দিব্যার চেহারা নিয়েও প্রশ্ন তুলেন নেটিজেনরা। জানতে চান কোনো ধরনের অস্ত্রোপচার করিয়েছেন কি না? জবাবে দিব্যা বলেন, ‘নারে বাবা, কোনো সার্জারি করিনি।‘

দিব্যাকে সবশেষ দেখা যায় চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘এক চতুর নার’ সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেন উমেশ শুক্লা। দিব্যার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেন নীল নিতেশ মুকেশ্, ছায়া কদমসহ আরও অনেকে।

এদিকে দিব্যা তার সাম্প্রতিক চলচ্চিত্র অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে ‘সাভি’ সিনেমার অভিজ্ঞতা তুলে ধরেন। এটি তার সবচেয়ে ‘প্রিয় প্রকল্প’ বলে মন্তব্য করেন তিনি। দিব্যা বলেন, “অবশ্যই ‘সাভি’। যুক্তরাজ্যে সিনেমাটির সবচেয়ে দুর্দান্ত শুট হয়েছিল, সেখানে টানা ৪২ দিন প্রায় মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিং করেছিলাম। প্রোডাকশন খুবই সুন্দর ছিল। এটি আমার জন্য একটি বেঞ্চমার্ক। এখন আমার সব সিনেমার অভিজ্ঞতা ‘সাভি’ এর সেটের সঙ্গে তুলনা করি।”

২০২৪ সালের ৩১ মে মুক্তি পায় ‘সাভি’ সিনেমা। ২০২৩ সালের মার্চে যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন দিব্যা। সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গালে আঘাত পেয়েছিলেন তিনি। সেই সময়ে আহত দিব্যা তার কিছু ছবিও প্রকাশ করেছিলেন।

অভিনয় দেও এর পরিচালয় নির্মিত এ সিনেমায় দিব্যার পাশাপাশি অভিনয় করেন হর্ষবর্ধন রানে, মাইরাজ কক্করসহ আরও অনেকে।

Link copied!