• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

রাফসান সাবাবের বিবাহবিচ্ছেদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩, ১১:০৩ এএম
রাফসান সাবাবের বিবাহবিচ্ছেদ
জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও তার স্ত্রী সানিয়া এশা। ছবি: সংগৃহীত

বিবাহবিচ্ছেদ ঘটেছে রাফসান সাবাবের। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন ‘হোয়াট আ শো’ খ্যাত দেশের জনপ্রিয় এ উপস্থাপক।

এক ফেসবুক পোস্টে রাফসান সাবাব লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’

এ সময় নিজের ভক্তদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘আপনারা যদি এই বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভকামনায় রাখেন তাহলে কৃতজ্ঞ থাকব।’

এর আগে ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন এই যুগল। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!