• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডিপজল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩, ০২:৩৭ পিএম
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডিপজল
মনোয়ার হোসেন ডিপজল, ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। বুধবার (৯ আগস্ট) রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন ডিপজল।

এক ফেসবুক পোস্টে ডিপজল লেখেন, “আসসালামু আলাইকুম চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি, দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।” এর আগে ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের।

কয়েক বছর আগে অসুস্থ হয়ে পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডিপজল। সুস্থ হয়ে দেশে ফেরার পর থেকে এই হাসপাতালে নিয়মিত স্বাস্থ‌্য পরীক্ষা করান এই অভিনেতা।

‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে ডিপজলকে সবশেষ দেখা গেছে। তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা মৌ খান। এছাড়া, মুক্তির অপেক্ষায় রয়েছে ডিপজল অভিনীত বেশ কিছু সিনেমা। 

 

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!