• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬

‘কাপল অব দ্য ক্যাম্পাস’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ১০:৩১ এএম
‘কাপল অব দ্য ক্যাম্পাস’
‘কাপল অব দ্য ক্যাম্পাস’ পোস্টার। ছবি: ফেসবুক থেকে

‘কাপল অব দ্য ক্যাম্পাস’ নাটক দিয়ে আবার একসঙ্গে দেখা দিলেন জোভান ও তানজিন তিশা জুটি। শুক্রবার নাটকটি সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। সোমবার সকাল পর্যন্ত ভিউ ২ মিলিয়ন ছাড়িয়েছে।

২০২২ সালে প্রচারিত এই জুটির ‘নিশ্বাসে বিষ’ নাটকের পর তাদের আর একসঙ্গে দেখা যায়নি।

‘কাপল অব দ্য ক্যাম্পাস’  নিয়ে জোভান বলেন, ‘আমি আর তিশা অনেক দিন পর জুটি হয়ে ফিরেছি। বিরতির পর ফেরার কারণে দর্শকেরও আগ্রহ আছে। তা ছাড়া বিশ্ববিদ্যালয়জীবন নিয়ে গল্প হওয়ার কারণেও তরুণদের ভালো লাগছে। সব মিলিয়ে মুক্তির পরই আলোচনায় এসেছে নাটকটি।’

মাঝখানে কেন তিশার সঙ্গে নাটকে দেখা যায়নি, জানতে চাইলে জোভান বলেন, ‘আমরা জুটি বেঁধে অনেক কাজ করেছি। কিছু নাটকের জন্য আমরা অনেক করেছি কিন্তু সেগুলোর ভিউ কম হয়েছে।

তখন আমাদের মনে হয়েছিল, আমাদের জুটি হয়তো দর্শকের কাছে একঘেয়ে লাগছে, কিছুদিন বিরতিতে যাওয়া উচিত। কিন্তু বিরতিটা একটু বেশিই হয়ে গেছে মনে হচ্ছে।’

এই অভিনেতা জানান, এখন থেকে তারা নিয়মিত একসঙ্গে কাজ করবেন। ‘কাপল অব দ্য ক্যাম্পাস’ পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

Link copied!