• ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২,
  • ২ জমাদিউস সানি, ১৪৪৭

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি স্ত্রীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৭:০৪ পিএম
বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি স্ত্রীর

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী আলেয়া বেগম। 

তিনি আরো বলেন, ‘আমি কতদিন ধরে মহারাজকে দেখি না! কী অবস্থায় আছেন, তাও জানি না। এ অবস্থায় আপনাদের কাছে দোয়া আর সহযোগিতা চাই।’

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।

আলেয়া বেগম বলেন, আমরা বাউল। কথাগুলো আমরা গানের মাধ্যমে বলে থাকি। এই কথাগুলো বুঝতে হলে আপন দেহরাজ্যে খুঁজতে হবে।

বাউলশিল্পী আবুল সরকারের স্ত্রী বলেন, নিজের প্রবৃত্তিকে যে চিনতে পারে, সে তার মালিককে উপস্থাপন করতে পারে।

কিন্তু আমি যদি আমাকেই চিনতে না পারি, তাহলে আমার পরমকে কিভাবে উপস্থাপন করব! কিভাবে আমি আমার পরমের বর্ণনা দেব।

তিনি আরো বলেন, ‘আমি কতদিন ধরে মহারাজকে দেখি না! কী অবস্থায় আছেন, তা-ও জানি না। এ অবস্থায় আপনাদের কাছে দোয়া আর সহযোগিতা চাই। এ ছাড়া আর কী চাওয়া-পাওয়ার আছে! আমি মহারাজ এবং সরকারের মুক্তির দাবিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

Link copied!