• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বলিউড শুধু যৌনতার জায়গা নয় : শত্রুঘ্ন সিনহা


তপন বকসি
প্রকাশিত: মে ৫, ২০২৩, ১২:৩০ পিএম
বলিউড শুধু যৌনতার জায়গা নয় : শত্রুঘ্ন সিনহা

বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা বলেছেন, “বলিউড শুধু যৌনতার জায়গা নয়। এটি শুধু মাদক আর রক এন রোলের জায়গাও নয়।”  

স্বভাবসুলভ শায়েরের ভঙ্গিতে কথা শুরু করে তিনি বলেন, “বলিউড বেশ্যাঙ্গন নেহি। কুছ তো ট্রোল কহেঙ্গে। ট্রোল কা কাম হ্যায় কহেনা। আমি নিজে এই ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে জন্ম থেকে বড় হয়েছি। আমি জোর দিয়ে বলতে পারি, বলিউডের এই জমি প্রতিভাধর এবং কঠোর পরিশ্রম করতে সক্ষম ও উদ্যোগী যেকোনো মানুষকে সুযোগ দেয়। কেউ ভাবতে পেরেছিলেন বিহার থেকে আসা, যাকে দেখে কেউ দুবার ফিরেও তাকাবে না, এমন চেহারার একজনকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি সুযোগ দেবে? মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিতে প্রথম ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম মনোজ কুমারের ছবি ‘সাজন’-এ। সেটা ছিল ক্যামেরার সামনে শুধু হেঁটে যাওয়ার একটি শট। আর এরপর একদিন সেই মনোজ কুমারের ছবি ‘ক্রান্তি’-তে আমি মুখ্য চরিত্রে অভিনয় করলাম। তাহলে এই ফিল্ম ইন্ডাস্ট্রি ঘিরেই কেন এত বিশ্বাসভঙ্গের গল্প তৈরি হয় আজকাল?”

এ অভিনতা বলেন, “সিনেমার প্রযোজক, পরিচালক বা অভিনেতাদের ছেলেমেয়েরা যদি তার বাবা-মার পদাঙ্ক অনুসরণ করেই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ের জন্য আসেন, তাহলে দোষটা কোথায়? এত সব জীবিকাতেই রয়েছে। শিল্পপতির ছেলে বা মেয়ে তাদের সহজাত প্রবৃত্তি থেকেই শিল্পপতির আসন অলংকৃত করেন। সবক্ষেত্রেই  মেধাই চূড়ান্ত কথা বলে। পারিবারিক পরিচয় নয়। আপনি যদি সত্যিই ভালো বা যোগ্য না হন,  তাহলে আপনাকে সরে যেতে হবে। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিচিত অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালকদের ছেলেমেয়েরা জমকালোভাবে আবির্ভূত হয়েও তাই সময়ের নিয়মে তারা হারিয়ে গিয়েছে অনেকেই। আর একথাই প্রমাণ করে মেধাই সব। আমার মেয়ে সোনাক্ষি সিনহাকে আমি কোনো প্রযোজক বা পরিচালকের কাছে সুপারিশ করিনি। ও যা করেছে নিজে করেছে। যেটুকু করেছে, নিজে করেছে। আর আজ ও সঞ্জয়লীলা বনশালির মতো পরিচালকের সঙ্গে কাজ করছে।”

Link copied!