• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রুপালি পর্দায় ‘বেগম রোকেয়া’, শাবানা কি থাকবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৩:০৩ পিএম
রুপালি পর্দায় ‘বেগম রোকেয়া’, শাবানা কি থাকবেন
শাবানা, বেগম রোকেয়া। ছবি কোলাজ

চলচ্চিত্রে যাকে বলা হতো বিউটি কুইন শাবানা। সেই শাবানাকে নিয়ে তিন দশক আগে রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রয়াত বরেণ্য পরিচালক সুভাষ দত্ত।

 ‘বেগম রোকেয়া’ শিরোনামের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয়ের কথা ছিল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানার। সিনেমার মহরতের পাশাপাশি এক দিনের শুটিংও হয়েছিল। তবে শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি সিনেমাটি।

শাবানা অভিনয় ছেড়েছেন দুই যুগ পার হচ্ছে। অন্যদিকে আগামী ১৬ নভেম্বর মৃত্যুর এক যুগ পূর্ণ হবে সুভাষ দত্তের। হয়তো ‘বেগম রোকেয়া’ সিনেমার কথাও ভুলে গেছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। তবে এবার নতুন করে স্বপ্ন বুনতে যাচ্ছে চরিত্রটি। ‘বেগম রোকেয়া’ সিনেমাটি নাকি বানানোর প্রস্তুতি নিচ্ছেন শাবানার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক। কিন্তু সুভাষ দত্তের স্বপ্নের এই চরিত্রে কি দেখা যাবে শাবানাকে?

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন চিত্রনায়িকার স্বামী প্রযোজক ওয়াহিদ সাদিক। তিনি বলেন, ‘সিনেমাটি বানানোর প্রস্তুতি নিচ্ছি। গত কয়েক দিনে এ নিয়ে চলচ্চিত্রসশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথাও বলেছি।’

অভিনয় ছেড়ে দিয়ে বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন নায়িকা শাবানা। মাঝে কয়েকবার বাংলাদেশেও এসেছিলেন তিনি। ‘বেগম রোকেয়া’ প্রসঙ্গে গণমাধ্যমকে অনেকটা আক্ষেপের সুরে তিনি বলেছিলেন, ‘এটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্নও বলা যেতে পারে। কিন্তু তা আর হলো কই। বেগম রোকেয়া চরিত্রটি না করার আক্ষেপটা থেকেই যাবে। আমি মনে করি, এখন সেই পরিচালকও নেই। আমার বয়সও কাভার করবে না। শুধু শুধু স্বপ্ন দেখলেও তো হবে না।’

চরিত্রটি শাবানা করবেন কি না? সে প্রসঙ্গে চিত্রনায়িকার প্রযোজক স্বামী বলেন, ‘শাবানা এখন আর বেগম রোকেয়া চরিত্রে অভিনয়ের পর্যায়ে নেই। তা ছাড়া তিনি আর অভিনয়েও ফিরবেন না। তাই চরিত্রটি নিয়ে কয়েকজনের কথা মনে মনে ভেবেছেন। 

এ মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন, কে হতে পারেন বেগম রোকেয়া। পাশাপাশি সিনেমাটির পরিচালক বাছাইসহ অন্য সব বিষয়ও ঠিক করবেন।’

ওয়াহিদ সাদিক আরও বলেন, “ছাত্র–জনতার অভ্যুত্থানের পর রংপুর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখন অনেক বেশি আলোচিত। বর্তমান বাস্তবতায় বেগম রোকেয়া নিয়ে ছবি নির্মাণও অনেক বেশি প্রাসঙ্গিক। আপাতত এটুকুই বলতে চাই, বাকিটা সবকিছু চূড়ান্ত হলেই জানাতে পারবো।”

Link copied!