• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

বক্স অফিস লড়াইয়ে বার্বি-ওপেনহেইমার মুখোমুখি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৩, ০১:৪৩ পিএম
বক্স অফিস লড়াইয়ে বার্বি-ওপেনহেইমার মুখোমুখি

মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত দুই হলিউড চলচ্চিত্র ‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’। মুক্তির পর থেকে বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই দুই  সিনেমার মধ্যে।

শুক্রবার (২১ জুলাই) সিনেমা দুটি মুক্তির কয়েক সপ্তাহ আগে থেকেই সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের মধ্যে তুমুল সাড়া জাগায়। বার্বি পরিচালনা করেছেন লিটল উইমেন ও লেডি বার্ডখ্যাত গ্রেটা গারউইগ। সেখানে অভিনয় করেছেন মার্গো রবি ও রায়ান গসলিং। অন্যদিকে ক্রিস্টোফার নোলান পরিচালিত ওপেইনহেইমারে নাম ভূমিকায় অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি।

বাণিজ্য বিশ্লেষকদের ধারনা অনুসারে, ‘বার্বি’ প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনে ৮০ মিলিয়ন বা তারও বেশি আয় করতে পারে। অপর দিকে সিলিয়ান মারফি অভিনীত ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’ বক্স অফিসে প্রথম দিন ৫০ মিলিয়ন আয় করতে পারে।

বার্বি সিনেমার কাহিনি গড়ে উঠেছে বিখ্যাত পুতুল বার্বিকে ঘিরে। ওপেনহেইমার সিনেমাটি তৈরি হয়েছে আমেরিকান প্রমিথিউস নামে একটি বইয়ের ওপর ভিত্তি করে। এদিকে ‘ওপেনহেইমার’ পারমাণবিক বোমার উৎস সম্পর্কে আরও গুরুতর একটি ড্রামা হতে যাচ্ছে, যা ক্রিস্টোফার নোলানের সবচেয়ে সেরা কাজের মধ্যে একটি প্রমাণ হতে যাচ্ছে বলেই ধারণা সিনেমা বিশ্লেষকদের।

এদিকে দর্শকদের মধ্যে ওপেনহেইমার ও বার্বি নিয়ে চরম প্রতিদ্বন্দ্বিতা শুরু হলেও, পরবর্তী সময়ে এই লড়াই রূপ নেয় আন্তরিকতায়। এখন এই দুটি সিনেমা একই সঙ্গে মুভি থিয়েটারে চলছে। বিশ্বজুড়েই সিনেমা দুটি এখন জনপ্রিয়তার শীর্ষে।

Link copied!