• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্জুন-মালাইকার বিচ্ছেদের গুঞ্জন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০৩:৩৭ পিএম
অর্জুন-মালাইকার বিচ্ছেদের গুঞ্জন!
অর্জুন-মালাইকা, ছবি: সংগৃহীত

বর্তমানে বলিউড পাড়ায় চাউর হয়েছে অর্জুন-মালাইকার বিচ্ছেদের গুঞ্জন। এ নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। সত্যিই নাকি বিচ্ছেদ হয়েছে মালাইকা-অর্জুনের!  

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি নিজের নতুন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন অর্জুন। যেখানে দেখা গেছে, একাই ঘুরে বেড়াচ্ছেন তিনি। কখনও উপভোগ করছেন বাহারি প্রাতরাশ। কখনও আবার সুইমিং পুলে।

এদিকে অর্জুনের এ ধরনের ছবি দেখেই জল্পনা তুঙ্গে উঠেছে। এতে অনেকেই লিখেছেন, “মালাইকা ম্যামের সঙ্গে আপনার কি বিচ্ছেদ হয়ে গেছে? তাই একা একা ছবি পোস্ট করছেন?” 

অপরদিকে মালাইকাকেও দেখা গেছে একা পার্টি করতে। গায়ক এ পি ধিলনের পার্টিতে একাই দেখা গিয়েছে অভিনেত্রীকে। ফলে জল্পনা আরও জোরদার হয়েছে।

টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে আছেন অর্জুন কাপুর। অর্জুন একা একাই ঘুরছেন, ফিরছেন, রেস্তোরাঁয় যাচ্ছেন। তবে, এই বিষয় নিয়ে কোনও মন্তব্যই করতে চান না তারকা যুগল। আপাতত নিজেদের কাজে মন দিতে চান অর্জুন-মালাইকা। 

Link copied!