• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অন্তঃসত্ত্বা গুঞ্জনের মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচে আনুশকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ০৭:১২ পিএম
অন্তঃসত্ত্বা গুঞ্জনের মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচে আনুশকা
বিরাটপত্নী আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই আনুশকা শর্মা নিজেকে রেখেছেন লোকচক্ষুর আড়ালেই। স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছিলেন না তিনি। এরই মাঝে গুজন ওঠে নতুন খবর দিতে চলেছেন আনুশকা-কোহলি দম্পতি। তবে সবাইকে চমকে দিয়ে ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে দেখা গেল বিরাটপত্নী আনুশকা শর্মাকে।

হাই ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের দিন সকাল সকাল আহমেদাবাদ বিমানবন্দরে দেখা বিরাটপত্নীকে। বেটার হাফ তথা টিম ইন্ডিয়াকে সমর্থন করতে সোজা আহমেদাবাদ চলে যান বলিউডের এই অভিনেত্রী। এদিন তাকে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠতে দেখা যায়। তিনি কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে হেঁটে গাড়িতে ওঠেন।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান দল। মাত্র ১৯২ রানের সহজ লক্ষ্য দাঁড় করতে পারে ভারতের বিপক্ষে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পাক বোলারদের উপর চড়াও হতে থাকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচে কে জেতে এখন সেটাই দেখার পালা। 

Link copied!