• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

‘ইন দ্য ফায়ার’ দিয়ে ফিরছেন অ্যাম্বার হার্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০১:১৯ পিএম
‘ইন দ্য ফায়ার’ দিয়ে ফিরছেন অ্যাম্বার হার্ড
হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড । ছবি: সংগৃহীত

হলিউড তারকা অ্যাম্বার হার্ড ফিরছেন ‘ইন দ্য ফায়ার’ সিনেমা দিয়ে। অভিনেতা জনি ডেপের সঙ্গে মামলা হারার পর নিজেকে অনেকটাই আড়াল করে নিয়েছিলেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এরপর একমাত্র মেয়েকে নিয়ে স্পেনে নিজের আবাস গড়েন এই অভিনেত্রী। দীর্ঘদিন মিডিয়ার আড়ালে থাকার পর অবশেষে গ্ল্যামার জগতে ফিরতে যাচ্ছেন বহুল আলোচিত এই অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ইন দ্য ফায়ার’ সিনেমাটির টিজার। সিনেমাটিতে রহস্যময় যুবকের চরিত্রে অভিনয় করেছেন ম্যাকগভর্ন জাইনি। যেখানে এক পর্যায়ে বার্নহ্যামকে সেই তরুণ ছেলেটিকে বলতে শোনা যায়, ‘এই মানুষগুলো ভীত এবং তাদের সেই ভয়ের জন্য কাউকে দোষারোপ করা প্রয়োজন। তারা তোমাকেই দোষারোপ করছে।’  আরও অভিনয় করেছেন এডোয়ার্ডো নরিগা, সোফি অ্যাম্বার, লুকা কালভানি প্রমুখ।

জানা গেছে, ‘ইন দ্য ফায়ার’ নির্মিত হয়েছে ১৮৯০ সালের গল্প নিয়ে। সিনেমাটির গল্প এক চিকিৎসককে নিয়ে, যার নাম গ্রেস বার্নহ্যাম। কলম্বিয়ার এক খামারবাড়িতে হাজির হওয়ার পর তিনি জড়িয়ে পড়েন এক রহস্যের জালে। ঘটতে থাকে নানা ঘটনা।

প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে আইনি লড়াইয়ের পর ‘ইন দ্য ফায়ার’ অ্যাম্বার হার্ডের প্রচারিত প্রথম সিনেমা।  এর আগে হলিউড ছেড়ে দেওয়ার গুঞ্জন উঠলেও তিনি জানিয়েছেন, খুব শিগগিরই চলচ্চিত্রে ফিরবেন তিনি।

Link copied!