ভারতীয় ছোটপর্দার বর্ষীয়ান অভিনেত্রী শ্রাবণী বণিক। পর্দায় কখনও মায়ের চরিত্রে, কখনও কাকিমা চরিত্রে ধরা দিয়েছেন। ‘রাঙা বউ’ ও ‘সোহাগ চাঁদ’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দর্শক মাতিয়েছেন। সেই অভিনেত্রী এখন অর্থ অভাবে ক্যানসার রোগের চিকিৎসা করাতে পারছেন না। তাই মায়ের চিকিৎসার জন্য বন্ধুদের কাছে হাত পাতলেন অভিনেত্রীর ছেলে অচ্যুত আদর্শ।
মায়ের চিকিৎসার জন্য সহায়তা চেয়ে করা পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই পোস্টে অচ্যুত লিখেছেন, ‘আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শ্রাবণীর ছেলের আবেদন। শ্রাবণী দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। আপনাদের সাহায্য চাই। সকলেই এগিয়ে আসুন।’
ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম কেটোতেও তাঁর মায়ের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছেন। অচ্যুত লেখেন, ‘আমি আমার মা শ্রাবণী বণিকের জন্য অর্থ সংগ্রহ করছি। আমার মা ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছেন। পরিবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় মোট অর্থ সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। কিন্তু সমস্ত চিকিৎসা খরচ বহন করতে আরও ১২ লাখ টাকা প্রয়োজন।’
যেহেতু এই চিকিৎসার জন্য বিপুল পরিমাণ প্রয়োজনীয় যা সংগ্রহ করা সময় সাপেক্ষে ব্যাপার তাই আপনাদের সকলের কাছে সাহায্যের অনুরোধ চাইছি। আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য করেও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে ডোনেশন বটনে ক্লিক করে আপনার বন্ধুবান্ধব ও পরিবারের কাছে এই পেজ শেয়ার করে মায়ের চিকিৎসার জন্য এগিয়ে আসুন। আপনাদের সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ থাকব।’
দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ‘লালকুঠি’, ‘গোধূলি আলাপ’, ‘রাঙাবউ’, ‘মিষ্টু’, ‘সোহাগ চাঁদ’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক।

































