• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

অবশেষে খোঁজ মিলেছে অভিনেত্রী হিমির নানার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০২:০৪ পিএম
অবশেষে খোঁজ মিলেছে অভিনেত্রী হিমির নানার
নানা রহমত উল্লাহ, অভিনেত্রী হিমি

অবশেষে খুঁজে পাওয়া পেল ছোট পর্দার প্রিয় মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা রহমত উল্লাহ খানকে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শহরের একটি বাজারে তার খোঁজ পাওয়া যায়।

এ বিষয়ে হিমি জানান, মুন্সীগঞ্জ শহরের দিকে একটা বাজারে তার নানাকে দেখতে পায় সেখানকারই একজন। তিনি ফেসবুকের মাধ্যমে নিখোঁজের খবরটি দেখেছিলেন এরপর তার নানাকে চিনে উনার বাসায় নিয়ে যান।

এরপর ওই ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ করলে সোমবার রাত ১১টার দিকে অভিনেত্রীর পরিবার গিয়ে তার নানাকে সেখান থেকে নিয়ে আসেন।

এর আগে সোমবার সকাল থেকে হিমির নানাকে খুঁজে পাওয়া না গেলে অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে একটি হারানো বিজ্ঞপ্তি দিয়ে পোস্ট শেয়ার করেন। পুরো দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

তবে ফেসবুকে নিখোঁজ খবরটি দেখার পর সর্বস্তরের মানুষ সেটি শেয়ার করেন, যার কারণে অভিনেত্রী তার নানাকে সহজেই খুঁজে পেয়েছেন বলে জানান হিমি। এর জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। 

Link copied!