বিবাহিত জীবনের এক যুগ পার করেছেন ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ রিয়া গাঙ্গুলি। মাঝে স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে জমেছিল অভিমানের মেঘ। এবার যেন সেই মেঘ ভেঙে এলো স্বস্তির বৃষ্টি। ১২তম বিবাহবার্ষিকীর দিনে সুখবর জানালেন অভিনেত্রী। অভিমান ভুলে ফের এক হওয়ার ঘোষণা দিলেন নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী অরিন্দমকে শুভেচ্ছা জানিয়ে রিয়া লেখেন, না, হাত ছেড়ে যেতে পারিনি আর এই জীবনে যাবও না। সাতজনম ধরে একে অপরকে জ্বালাবো আবার আগলেও রাখব। আজ আমাদের বিয়ের জন্মদিন।
১২ বছর একসঙ্গে পথচলা। অনেক খারাপ কথা বলেছি ও অন্যায় করেছি সামাজিকভাবে। প্লিজ, ক্ষমা করে দিও। আজকের দিনে এইটুকুই চাওয়া।
ভালো থাকো সুস্থ থাকো আর হাতটা শক্ত করে ধরে রেখো। বাকি ঈশ্বর সব সামলে নেবেন। শুভ বিবাহবার্ষিকী পতিদেব। সব কিছু ভুলে নতুন করে পথ চলা শুরু হোক।
পোস্টে একগুচ্ছ ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, স্বামী অরিন্দমের সঙ্গে দাম্পত্যকলহের পর যমজ দুই সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেছিলেন রিয়া। আইনি পদক্ষেপও নিয়েছিলেন দুজনে। তবে সব ভুলে ফের স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার পাততে ফিরছেন অভিনেত্রী।
চলতি বছর মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা গেছে রিয়া গাঙ্গুলিকে।






























