• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

বিয়ে করছেন অভিনেতা রনদীপ হুদা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০৯:২১ পিএম
বিয়ে করছেন অভিনেতা রনদীপ হুদা

বলিউড অভিনেতা রনদীপ হুদা অভিনেত্রী লিন লাইশারামকে বিয়ে করছেন। শনিবার (২৫ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি বিয়ের ঘোষণা দেন এভাবে। 

নিজের শেয়ার করা পোস্টে রনদীপ লেখেন, আমাদের কাছে দারুণ খবর আছে।

খবর গালফ নিউজ’র।

আগামী ২৯ নভেম্বর মনিপুরের রাজধানী ইমফালে এই বিয়ে অনুষ্ঠিত হবে। 

ওই পোস্টের সঙ্গে একটি কার্ডের ছবি যুক্ত করে দেন ৪৭ বছর বয়সী রনদীপ। সেখানে লেখা রয়েছে, মহাভারতে বলা আছে—অর্জুন মনিপুরী যোদ্ধা রাজকুমারী চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন। আমরাও বিয়ে করছি আমাদের পরিবার ও বন্ধু-বান্ধরের আশির্বাদ নিয়ে।

রনদীপ জানান, ইমফালে বিয়ের পর মুম্বাইয়ে ছোট পরিসরে অর্ভ্যথনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রনদীপ ও লিন কখনই তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তারা প্রায়ই একে অপরের ছবি পোস্ট করতেন। এই দিওয়ালিতে তারা বেশ কিছু ছবি পোস্ট করে তাতে লেখেন, আমাদের কাছ থেকে আপনাদের জন্য, শুভ দিওয়ালি।

টক অব দ্য টাউন ছিল বলিউড তারকা রণদীপ হুদা আর সুস্মিতা সেনের প্রেম। সময়টা ২০০৬ থেকে ২০০৯ সাল– এ তিন বছর রণদীপ হুদার সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা। ‘কর্মা’ ও ‘হোলি’ নামে দুই ছবির শুটিংয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। যদিও তা শেষ হয় তিক্ততায়।
 

Link copied!