বলিউডে বায়োপিক সিনেমার বাজার ভালোই চলছে। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি ক্রীড়া তারকাদের নিয়েও বায়োপিক নির্মাণ হচ্ছে। এবার সেই তালিকায় নাম উঠল যুবরাজ সিংয়ের। বায়োপিকটি নির্মাণ করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। শুধু তাই নয়, তিনি এসে অভিনয়ও করবেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, ইতোমধ্যে নাকি যুবরাজের সঙ্গে প্রাথমিক স্তরের কথাবার্তা সেরে ফেলেছেন আমির খান। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত দুই তারকার কেউই মুখ খোলেননি।
তবে শোনা যাচ্ছে, বায়োপিকে যুবির ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে তার লড়াইয়ের কাহিনিও দেখাবেন প্রযোজক আমির।
যুবরাজ সিংয়ের জীবন বেশ রঙিন, একই সঙ্গে অন্ধকারও। শুধু ক্রিকেটে বিশ্বকাপ জয় নয়, ক্যান্সারকেও হারিয়েছেন তিনি। এই মরণরোগের বিরুদ্ধে যুবরাজের লড়াইয়ের এই কাহিনিও সিনেমায় দেখাতে চান প্রযোজক আমির। তার ফুসফুসে বাসা বেঁধেছিল ক্যান্সার। ওই রোগের সঙ্গে লড়াই করে তিনি আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসেন।
২০২১ সালে আমির খানকে সর্বশেষ দেখা গেছে ‘লাল সিং চাড্ডা’তে।