• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

সৃজিতের পরিচালনায় আসছে নতুন ব্যোমকেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৩, ১১:২৭ এএম
সৃজিতের পরিচালনায় আসছে নতুন ব্যোমকেশ

নতুন ব্যোমকেশ নিয়ে সরগরম টলি পাড়া। দেবের ব্যোমকেশ হওয়ার খবর প্রকাশ্যে আসা থেকেই শুরু হয়েছে নানা আলোচনা। ইতোমধ্যেই ব্যোমকেশ বেশে নিজের লুক প্রকাশ্যে এনেছেন দেব। এবার জানা গেল ওটিটি প্ল্যাটফর্মের জন্য ব্যোমকেশ নির্মাণ করবেন সৃজিত মুখোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ থেকে জানা গেছে, সিরিজে অজিত ও সত্যবতীর চরিত্রে অভিনয় করবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সোহিনী সরকার। এর আগেও পর্দায় সত্যবতীর চরিত্র আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এদিকে আগস্ট মাসে একই দিনে ছবি এবং সিরিজ দুটির মুক্তির কথা থাকলেও একই গল্প নিয়ে দুটি আলাদা কাজ, তা নিয়ে আবার দানা বেঁধেছে বিতর্ক।

ইতোমধ্যে কলকাতায় দেব ব্যোমকেশের শুটিং শেষ করেছেন। এদিকে উত্তর প্রদেশে সৃজিতের ব্যোমকেশ ইউনিটের আউটডোর শুটিং শুরু হয়েছে। চলতি মাসের শেষ থেকে রাজ্যের বিভিন্ন অংশে এই সিরিজের আরও কাজ হবে। এরপর কলকাতায় হবে এর বাকি কাজ।

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে সৃজিতের ব্যোমকেশ মুক্তি পাবে বলে জানা গেছে। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!