• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ওটিটি প্ল্যাটফর্মে একটু খোলামেলা কাজ করা হয়: পড়শি


মেজবা রহমান
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১২:০৩ পিএম
ওটিটি প্ল্যাটফর্মে একটু খোলামেলা কাজ করা হয়: পড়শি
অভিনেত্রী পড়শি রুমি। ছবি: সংগৃহীত

বর্তমানে বড় পর্দার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। সিনেমা কিংবা ওয়েব সিরিজ দুটি ক্ষেত্রেই বেশ জনপ্রিয়তা পেয়েছে মাধ্যমটি। তবে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী পড়শি রুমি।

সম্প্রতি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ডে আসেন দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা অভিনেত্রী পড়শি। এ সময় ওয়েব ফিল্ম ও নাটকের মধ্যে পার্থক্য জানতে চাওয়া হলে তিনি বলেন, “ওটিটি প্ল্যাটফর্মে একটু খোলামেলা কাজ করা হয়।”

এ সময় বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, “বর্তমানে বেশ ব্যস্ততা যাচ্ছে। দীর্ঘ বিরতির পরে ফরিদুল হাসান ভাইয়ের একটা নাটক দিয়ে আবার কাজ শুরু করেছি। এর আগে বেশ কিছু সিনেমার অফার পেয়েও করিনি, আগামীতে ভালো অফার পেলে করব।”

এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিভিন্ন ক্যাটাগরিতে বাবিসাস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, শিশুশিল্পী, নির্মাতাসহ তারকাদের মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

Link copied!