ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। পশ্চিমা বিশ্বসহ বেশ কিছু দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের পক্ষও নিয়েছে বেশ কয়েকটি দেশ। ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করায় ফিলিস্তিনি গায়িকা দালাল আবু আমনেহকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু-কে একটি বিবৃতি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি পুলিশ। এ বিবৃতিতে বলা হয়েছে, ‘উসকানি দেওয়ার অভিযোগে প্রভাবশালী গায়িকা দালাল আবু আমনেহকে গ্রেপ্তার করেছে উত্তর ইসরায়েলি পুলিশ। গত সোমবার (১৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।’
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি পোস্টে গাজায় কাজ করা দাতব্য সংস্থায় তার কাজের বর্ণনা দিয়েছিলেন আমনেহ। সেখানে তিনি লিখেছিলেন, স্রষ্টা আমাকে সাহায্য ও করুণা দিন এবং সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী। মূলত এ কারণেই জিজ্ঞাসাবাদের জন্য আমনেহকে আটক করে ইসরায়েলি পুলিশ। সেই সঙ্গে এটি অনলাইনে সন্ত্রাসবাদকে সমর্থন এবং উস্কানিমূলক আচরণ দমানোর প্রচেষ্টা বলে জানিয়েছেন ইসরায়েলি পুলিশ। তবে, জিজ্ঞাসাবাদ শেষে গায়িকার আটকের মেয়াদ বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানা গেছে।
১৯৮৩ সালে ইসরায়েলের নাজারেথ শহরে জন্মগ্রহণ করেন দালাল আবু আমানেহ। মাত্র চার বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন তিনি। ব্যক্তিগত জীবনে কবি আনন আব্বাসীকে বিয়ে করেছেন। এ দম্পতির দুটো পুত্র সন্তান রয়েছে।
এর আগে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করায় হত্যার হুমকি দেওয়া হয়েছে মার্কিন সুপার মডেল জিজি হাদিদকে।
শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। জল, স্থল ও আকাশপথ ব্যবহার করে নজিরবিহীন এই হামলা চালানো হয়। এর জেরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল।
































