• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

বিয়ে করলেন অভিনেত্রী সোনালি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৬:৪৭ পিএম
বিয়ে করলেন অভিনেত্রী সোনালি

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ে করেছেন বলিউডের বাঙালি অভিনেত্রী সোনালি সায়গল। বুধবার (৭ জুন) গুরদ্বারায় শিখ রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিনেত্রীর বরের নাম আশিষ সাজনানি।

সোনালি অভিনয় জগতের মানুষ হলেও, তার স্বামীর কোনো সম্পৃক্ততা নেই এর সঙ্গে। তিনি পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সোনালি-আশিষের বিয়ের বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, সোনালির পরনে মণীষ মালহোত্রার ডিজাইন করা পিঙ্ক রঙের শাড়ি এবং সিলভার রঙের হীরার গহনা। অন্যদিকে আশিষের পরনে অফ হোয়াইট শেরওয়ানি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ফটো সেশনের জন্য পোজ দিতেও দেখা যায় এই নবদম্পতিকে।

দীর্ঘ পাঁচ বছর প্রেম করেছেন আশিষ-সোনালি। অবশেষে পরিণয় পেল তাদের এই সম্পর্ক। তবে এতদিন এ সম্পর্ক গোপন ছিল। কারণ তারা চাননি এ খবরটি মিডিয়াতে আসুক। 
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!