• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

কানে পুরস্কার পেল ‘মেসি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০৯:০৩ পিএম
কানে পুরস্কার পেল ‘মেসি’

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে  ‘পাম ডগ’  পুরস্কার পেয়েছে মেসি। জাস্টিন ত্রিয়েত পরিচালিত  ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমাতে ‘স্নুপ’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করার জন্য এ বছর বিচারকদের থেকে সেরা কুকুরের (ডগি অভিনেতা) পুরস্কার পেয়েছে মেসি।

রোববার (২৬ মে) দ্য হলিউডের এক প্রতিবেদনে বলা হয়, অন্যান্য বছরের মতো এ বছরেও পশুপ্রেমিদের জন্য বিভিন্ন কুকুরের অভিনয়ের আয়োজন করা হয় কান চলচ্চিত্র উৎসবে। জুরিরা জানান, এ বছর তাদের দেখা সেরা কুকুর মেসি। এবারের প্রতিযোগিতা বেশ কঠিন ছিল। মেসি যে চরিত্রে অভিনয় করেছে তার জন্য অনেক ধরনের দক্ষতা এবং আবেগ প্রয়োজন।

এ সময় জুরিরা মেসির প্রশংসা করে ‘পাম ডগ ফ্রন্টরানার’ হিসেবে উল্লেখ করে।

২০০১ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে সেরা কুকুরের অভিনয়ের জন্য পুরস্কার প্রদান করা হচ্ছে। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!