আবারো ভারতীয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৬:২৬ পিএম
আবারো ভারতীয় অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু!

হঠাৎ করে ভারতে বাড়ছে তারকাদের রহস্যজনক মৃত্যুর ঘটনা। প্রতিটিতেই আত্মহত্যার সন্দেহ করছে দর্শক থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের আত্মীয়স্বজন।

এবার ঘটে গেলো এমনই আরেকটি ঘটনা। জনপ্রিয় টেলিভিশন তারকা বৈশালী ঠাক্করের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সময় একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।

মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত অভিনেত্রীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় রোববার (১৬ অক্টোবর)। এই বাড়িতে বৈশালী অবস্থান করছিলেন বিগত এক বছর ধরে। এই অভিনেত্রী মূলত হিন্দি টিভি সিরিয়ালেই বেশি অভিনয় করেছেন। বেশ কিছু ধারাবাহিকে তার অভিনয় প্রশংসা পেয়েছিলো।

অভিনেত্রী আত্মহত্যা করলেন কিংবা আদৌ তার মৃত্যু ‘আত্মহত্যা’ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তার ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটের বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। এ নিয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হে’ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি ধারাবাহিকে হাতে খড়ি হয় বৈশালীর। সেখানে তার চরিত্রের নাম ছিল সাঞ্জনা। ২০১৬ পর্যন্ত এই ধারাবাহিকে অভিনয় করেন তিনি। এরপর একে একে ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘বিষ ইয়া অমৃত’, ‘সসুরাল সিম্র কা’র মতো ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। বৈশালীকে শেষ বার দেখা যায় ‘রক্ষাবন্ধন’ নামক একটি টিভি শোয়ে।

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!