• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

কন্যসন্তানের মা হলেন নাবিলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০১:৪৫ পিএম
কন্যসন্তানের মা হলেন নাবিলা

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। বৃহস্পতিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন এই অভিনয়শিল্পী। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। এই তথ্য নিশ্চিত করেছে অভিনেত্রী নাবিলার একটি পারিবারিক সূত্র। 

চলতি বছরের এপ্রিলে বেবি বাম্পের ছবি প্রকাশ করে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাবিলা লিখেছিলেন, তিনি ও তার পরিবারের জন্য এপ্রিল বিশেষ মাস। তাদের সানন্দ ঘোষণা ছিল, আসছে জুলাইয়ে তাদের ভালোবাসার সন্তান আসতে চলেছে। সবার কাছে দোয়া কামনা করেন তারা। ২০১৮ সালে জোবাইদুল হক রিম নামে এক ব্যাংকারকে বিয়ে করেন নাবিলা।
 

Link copied!