বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান করলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীর জন্য গানটি তৈরি করা হয়েছে। সম্প্রতি রাজধানীর মগবাজারের ফোকাস স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। পাশাপাশি গানটির ভিডিও করা হয়।
‘বঙ্গবন্ধুর এই বাংলাদেশে শেখ হাসিনার এ দেশে’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন সেলিম খান (প্রযোজক, শাপলা মিডিয়া)। মিউজিক শামীম মাহমুদ। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে সিনেবাজ ও ভয়েজ টিভির ইউটিউবে গানটি প্রকাশ পাবে।
ফোক সম্রাজ্ঞী মমতাজ বলেন, “বঙ্গবন্ধু নামটাই আমাদের একটা অন্য রকম অনুভূতির জায়গা। বললেই মনে হয় বাংলাদেশ, মানে বাংলাদেশ বঙ্গবন্ধু। এ দেশের মাটি ও মানুষের সাথে যারা মিশে আছি তাদের অনুভূতির অন্য রকমের জায়গা হচ্ছে বঙ্গবন্ধু। সত্যিকার অর্থে করোনা মহামারির মধ্যে দেশের সার্বিক যে অবস্থা—বের হওয়া, গান করা, প্রোগ্রাম করার সাহস করি না। তারপরেও লকডাউনের পর এই শোকের মাস আগস্ট মাস আসলে আমরা যারা তাকে প্রাণ দিয়ে অনুভাব করি, ভালোবাসি, তারা ঘরে বসে থাকতে পারি না। সে কারণে গানটার কথা যখন আমাকে বলা হলো জাতির পিতাকে নিয়ে, তখন আমি বললাম যে আমি যাব। এসে আমি গানটি শুনি, কথা, সুর এবং মিউজিক সবকিছু মিলিয়ে একটা সুন্দর হয়তো। তাই আমার কাছে মনে হলো গানটি এই সময়ের উপযোগী। গানটি অনেক চমৎকার লেখা। সেখানে শুধু বঙ্গবন্ধু না, বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে, জাতির পিতার কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েও অনেক কথা এটার মধ্যে আছে।”
মমতাজ আরও বলেন, “বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট হত্যা করার মধ্য দিয়ে তার ইতিহাস তাকে মুছে ফেলার যে ষড়যন্ত্র ছিল। আজকে যদি তার কন্যা শেখ হাসিনা এই জায়গায় না আসতে পারত, সেই ইতিহাস পরের প্রজন্ম জানতে পারত না। এটাই হলো গানটার মধ্যে মূলকথাটা। বঙ্গবন্ধুর কন্যা তুমি ছিলে বলেই আজকে বঙ্গবন্ধু অমর হয়ে আছে। তার সেই ইতিহাসটা নতুন প্রজন্ম জানতে পারল। সেইটাই কিন্তু গানটির মধ্যে আছে। সবকিছুই মিলে গানটি ভালো হয়েছে। আমার যারা দর্শক শ্রোতারা আছে আশা করি তাদের ভালো লাগবে।”
সেলিম খান বলেন, “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টি হয়েছে তার জন্যই। এ মহান মানুষটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এ গানটি লেখা। কেমন হয়েছে তা নির্ধারণ করবে দর্শক। তবে বেশ সময় নিয়ে গানটি করেছি। আশা করছি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস দর্শক শ্রোতাদের পছন্দ হবে। আর আমার লেখা এই গানটি শাহাদতবার্ষিকীতে উৎসর্গ করলাম।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    































