জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও অভিনেতা আরশ খানের মধ্যকার ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্বের খবর শোবিজ অঙ্গনে কারো অজানা নয়। তবে সব তিক্ততা ভুলে আবারও একসঙ্গে পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আরশের সঙ্গে তার যে মনোমালিন্য ছিল, তার অবসান ঘটেছে।
সাক্ষাৎকারে তিশা বলেন, ‘আমি দেশের যেখানেই যাই না কেন, সবাই আরশের কথা জিজ্ঞেস করে।
বর্তমানে আমি কামারপাড়ায় শুটিং করছি, তবে আরশ কোথায় শুটিং করছে তা আমার জানা নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, আরশের সঙ্গে আমার যে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব ছিল, সেটার অবসান ঘটে গেছে। এখন আমি তার সঙ্গে আবারও কাজ করতে চাই।’
ভবিষ্যতে আরশ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা প্রসঙ্গে তিশার ভাষ্য, ‘যদি কোনো পরিচালক ভালো গল্প নিয়ে আসেন এবং আমাদের দুজনের শিডিউল মিলে যায়, তবে অবশ্যই আমি আরশের সঙ্গে কাজ করতে চাইব। আমার দিক থেকে আর কোনো বাধা নেই।’
বিদায়ি বছর নিয়ে এই অভিনেত্রী কিছুটা মিশ্র অনুভূতির কথা জানান। ২০২৫ সালটি তার কাছে অনেকটা টিকে থাকার বছর ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘২০২৫ সালটা আমার জন্য কোনোমতে বেঁচে ফেরা বা সারভাইভ করার মতোই ছিল।’
শেষে বলেন, ‘ইনশাআল্লাহ, ২০২৬ সালকে নতুনভাবে, নতুন উদ্যমে এবং পজিটিভ ও ফ্রেশ মাইন্ড নিয়ে শুরু করতে চাই।
নতুন বছর যেন আমার জন্য ভালো কিছু বয়ে আনে, সেজন্য সবার কাছে দোয়া চাই।’












-20251222091605.jpeg)




















